ঝিনাইদহ সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো গান্না ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
১। নাম – ৬নং গান্না ইউনিয়ন পরিষদ।
২। ইউনিয়নের অবস্থান: উত্তরে কুমড়াবাড়ীয়া, দক্ষিনে কুশনা ইউনিয়ন, পূর্বে মহারাজপুর ইউনিয়ন, পশ্চিমে মধুহাটি ইউনিয়ন।
৩। ইউনিয়নের নামকরন সংক্রান্ত তথ্য ( যদি থাকে): ৬নং গান্না মডেল ইউনিয়ন পরিষদ
৪) আয়তন –৩৫.৪০ (বর্গ কিঃ মিঃ)
৫) লোকসংখ্যা: – ক) পুরুষ : ১২৭৫২ জন
খ) মহিলা : ১২৮৩১ জন
সর্বমোট : ২৫৫৮৩ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
৬) গ্রামের সংখ্যা – ২৬ টি।
৭) মৌজার সংখ্যা – ২৪ টি।
৮) হাট/বাজার সংখ্যা :
ক) দৈনিক - গান্না বাজারে বসে।
খ) সাপ্তাহিক- ৪ টি,
৯) জলমহাল/ সায়রাত মহাল : নাম :
অবস্থান :
১০) ধমীয় উপাসনালয়ের সংথ্যা :
ক) মসজিদ: ২২ টি
খ) মন্দির : ৫ টি
গ) গির্জা : ২ টি
ঘ) অন্যান্য :
১১) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –সড়ক পথে/গ্রামবাংলা/মটর সাইকেল/ সিএনজি/রিক্সা/সাইকেল।
১২) শিক্ষার হার ৬৬% ।
১৩) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা : ক) কলেজ :- ২ টি
খ) মাধ্যমিক বিদ্যালয় :- ৫ টি
গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় :
ঘ) সরকারী প্রাথমিক বিদ্যালয় :- ১৭টি,
ঙ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় :-০৪ টি
চ) মাদ্রাসা : ১) এবতেদায়ী : ১ টি
২) দাখিল : ৫ টি
৩) আলিম :
৪) ফাজিল :
৫) কামিল :
১৪) বাণিজ্যিক প্রতিষ্ঠান :
ক) ব্যাংক : জনতা ব্যাংক গান্না বাজার
খ) উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান :
গ) কলকারখানা :
১৫) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ আজিজুর রহমান লিটন বিশ্বাস
১৬) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
১৭) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
১৮) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৭৪ইং।
১৯) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৪/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ০৮/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
২০) গ্রাম সমূহের নাম –
১, কুঠিদূর্গাপুর, ২, কালুহাটী, ৩,অস্বস্থলী, ৪,আলামপুর, ৫, গোপিনথপুর, ৬, চন্ডিপুর, ৭,পার্বতীপুর
৮, শংকরপুর, ৯,পঃকৃঞ্চপুর, ১০,পঃ বিষয়খালী, ১১, পঃ লক্ষীপুর , ১২, বেতাই, ১৩,দুর্গাপুর, ১৪,ভাদালীডাঙ্গা, ১৫, রঘুনাথপুর,
১৬, নরায়নপুর, ১৭, খালকুলা, ১৮,পুড়াবেতাই , ১৯, পঃঝিনাইদহ, ২০, কাশিমপুর, ২১, দহিজুড়ী,
২২, মাধবপুর, ২৩, চান্দেরপোল, ২৪, গান্না ২৫,পাইকপাড়, ২৬,বাশিপাড়া ।
২১) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
৪) শূন্য পদ ২ জন গ্রাম পুলিশ
৫) উদ্যোক্তা ২ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস